রংপুর-পার্বতীপুর রেল চলাচল শুরু

পাঁচঘণ্টা বন্ধ থাকার পর রংপুর থেকে পার্বতীপুরের রেল চলাচল আবার শুরু হয়েছে।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2014, 12:14 PM
Updated : 18 Sept 2014, 03:26 PM

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে রংপুর থেকে পার্বতীপুরগামী কমিউটার ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হলে রেল চলাচল বন্ধ হয়ে যায়।

ফাইল ছবি

রংপুর রেল স্টেশনের তত্ত্বাবধায়ক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লালমনিরহাট বিভাগীয় রেল ট্রাফিকের প্রকৌশলীরা তিনঘণ্টা চেষ্টা চালিয়ে লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নিতে সক্ষম হন। ট্রেনটি অন্যলাইনে স্থানান্তর করার পর রাত সাড়ে ৮টা থেকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

দুর্ঘটনাকবলিত ট্রেনটি রাত সাড়ে ৮টা পর্যন্ত রংপুর স্টেশন থেকে ছেড়ে যায়নি। এটি ছাড়তে আরও আধাঘন্টা সময় লাগতে পারে।” 

এসময় যাত্রীরা আতঙ্কিত হয়ে নামতে গেলে বেশ কয়েকজন যাত্রী সামান্য আহত হয়।

ট্রেনের চালক ফয়জার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রংপুর স্টেশনের হোম সিগন্যালের কাছে পৌঁছামাত্র টেনের নিচের একটি মিটারবক্স খুলে যায়। বক্সটির সঙ্গে চাকার ধাক্কা লাগায় পরপর তিনটি বগি লাইনচ্যুত হয়।”