বাড্ডায় পোশাক শ্রমিকদের দুই পক্ষে সংঘর্ষ, আহত ৯

রাজধানীর মধ্যবাড্ডায় একটি পোশাক কারখানার দুই দল শ্রমিকের মধ্যে সংঘর্ষে নয়জন আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2014, 12:11 PM
Updated : 18 Sept 2014, 12:11 PM

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে লাইফ স্টাইল ফ্যাশন লিমিটেডে সংঘর্ষের ওই ঘটনায় আহত শ্রমিকদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন বাড্ডা থানার ওসি এম এ জলিল।

আহতরা হলেন- পপি, আলেয়া, মাকসুদ, ফরিদা, পপি, হনুফা, নিলুফা, সাখী ও সখি।

বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম হোসেন জানান, কারখানাটির শ্রমিকরা গত মাসে একটি ট্রেড ইউনিয়ন গঠন করে। পরে মালিকপক্ষ তাদের অনুগতদের নিয়ে আরেকটি ট্রেড ইউনিয়ন গঠন করে। এ নিয়ে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে বিরোধ চলছিল।

কারখানার শ্রমিক আলেয়া বলেন, “সকালে শ্রমিক নেত্রী হনুফা ও মালিকপক্ষের শ্রমিকনেত্রী শারমিনের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।”

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, আহতদের কেউই গুরুতর জখম হননি।