প্যারাগন প্রিন্টিংয়ের বিরুদ্ধে সোনালী ব্যাংকের মামলা

সাড়ে সাত কোটি টাকার খেলাপী ঋণ আদায়ে হল-মার্ক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান প্যারাগন প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের বিরুদ্ধে মামলা করেছে সোনালী ব্যাংক।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2014, 11:28 AM
Updated : 18 Sept 2014, 11:41 AM

সোনালী ব্যাংকের নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম বৃহস্পতিবার ঢাকার ১ নম্বর অর্থঋণ আদালতে এ মামলা করেন।

প্যারাগন প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড, এর ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম রাজা এবং পরিচালক আবদুল্লাহ আল মামুনকে মামলায় বিবাদী করা হয়েছে।

এ আদালতের ভারপ্রাপ্ত বিচারক শেখ রাজিয়া সুলতানা আগামী ১৫ অক্টোবর মামলায় কোর্ট ফি জমা দেয়ার তারিখ রেখেছেন।

বাদীর আইনজীবী জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোনালী ব্যাংক থেকে হল-মার্কের ঋণ কেলেঙ্কারিতে যে ছয়টি প্রতিষ্ঠান জড়িত তাদের মধ্যে প্যারাগন একটি।

“৭ কোটি ৫৯ লাখ ৯৩ হাজার ২৮১ টাকা খেলাপি ঋণ আদায়ে এ মামলা করা হয়েছে। পর্যায়ক্রমে অন্য প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও মামলা হবে।

এর আগে ১ হাজার ৬০০ কোটি টাকা আদায়ে হল-মার্কের বিরুদ্ধে  ১৫টি মামলা করে সোনালী ব্যাংক।