নারায়ণগঞ্জে যানবাহন ভাংচুর, আটক ১

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে ডাকা হরতালের প্রথম দিন নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও যানবাহন ভাংচুর করেছে শিবিরকর্মীরা।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2014, 09:29 AM
Updated : 18 Sept 2014, 09:29 AM

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, বৃহস্পতিবার সকালে শহরের বঙ্গবন্ধু সড়কে শিবিরকর্মীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়া হয়। এ সময় একজনকে আটকও করা হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে আটক শিবিরকর্মীর বিস্তারিত পরিচয় জানাতে পারেননি তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে শহরের গলাচিপা এলাকা থেকে শিবিরকর্মীরা লাঠিসোটা নিয়ে মিছিল বের করে এবং শহরের বঙ্গবন্ধু সড়কে বাঁশ ফেলে সড়ক অবরোধ করে ৭/৮টি যানবাহন ভাংচুর করে।  এ সময় পুলিশ বাধা দিলে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

শিবির নেতাকর্মীরা জড়ো হওয়ার আগেই পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয় বলে দাবি করেন ওসি মঞ্জুর কাদের।

ওসি বলেন, হরতালে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে দূরপাল্লার যানবাহন চলাচল করতে দেখা না গেলেও স্থানীয় গণপরিবহন চলাচল করছে।