সিলেটে হরতালের সমর্থনে মিছিল, ভাংচুর

যুদ্ধাপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি দাবিতে ডাকা হরতালের প্রথম দিন সকালে সিলেটে ঝটিকা মিছিল, সড়ক অবরোধ ও গাড়ি ভাংচুর করেছে জামায়াতে ইসলামীর কর্মীরা।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2014, 04:47 AM
Updated : 18 Sept 2014, 04:47 AM

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে নগরীর দর্শনদেউড়ী এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করে জামায়াত-শিবিরকর্মীরা। এসময় তারা কিছুক্ষণ সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে রাখে।

হরতালকারীরা সেখানে একটি ট্রাক ভাংচুর করে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই তারা পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

পরে সকাল ৮টার দিকে সোবহানীঘাট এলাকায় আরেকটি মিছিল বের করে জামায়াত-শিবির কর্মীরা।

এছাড়া হরতালে নগরীর অন্য কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার রহমত উল্লাহ জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরবাসীর নিরাপত্তায় গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে হরতালের মধ্যেও সকাল থেকে নগরীতে অভ্যন্তরীণ যানবাহন চলাচল করছে।

সিলেট থেকে দূরপাল্লার কোনো বাস না ছাড়লেও সময়মতো বিভিন্ন গন্তব্যে ট্রেন ছেড়ে গেছে বলে সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক জানিয়েছেন।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাঈদীর আপিলে সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডের রায় হয় বুধবার। এরপর তার মুক্তি দাবিতে বৃহস্পতি ও রোববার সারা দেশে মোট ৪৮ ঘণ্টার এই হরতালের ডাক দেয় জামায়াতে ইসলামী।