শিশুকে হত্যা করল ‘সৎ বাবা’

নারায়ণগঞ্জ নগরীর খানপুর ব্যাংক কলোনিতে চার বছরের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে তার সৎ বাবার বিরুদ্ধে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2014, 04:02 PM
Updated : 17 Sept 2014, 04:02 PM

বুধবাব বিকালে এ ঘটনায় নিহত ফাহিম ওই এলাকার সাথী বেগমের ছেলে।

এ ঘটনায় সাথী বেগমের দ্বিতীয় স্বামী কিরণকে স্থানীয়রা ধরে পুলিশে দিয়েছে।

ফতুল্লা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফহিমের মা সাথী বেগম জানান, দুই মাস আগে প্রথম স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হলে বিয়ে করেন টুইস্টিং মিলের শ্রমিক কিরণকে। তারা দুজন একই মিলে কাজ করেন।

কিরণ কাজ করেন রাতের শিফটে এবং স্ত্রী করেন দিনে।

সাথী বলেন, সকালে ফহিমকে সৎ বাবার কাছে রেখে তিনি কাজে যান। বিকালে বাসায় এসে দেখেন ফাহিমের মৃতদেহ ঘরের মেঝেতে পড়ে আছে।

ফাহিমের বাবা আজিজ অভিযোগ করেন, দুপুরের দিকে ফাহিমকে গলাটিপে হত্যা করেন কিরণ। সবাইকে বিভ্রান্ত করার জন্য কিরন মৃত ফাহিমকে খানপুরে জেনারেল হাসপাতালে নিয়ে যান।

ডা. মৃত ঘোষণা করলে লাশ বাসায় নিয়ে আসেন কিরণ। এ সময় আশপাশের লোকজনের সন্দেহ হলে কিরণকে আটক করে মার দিলে তাকে গলা টিপে হত্যা করেন বলে জানান। পরে তাকে পুলিশে সোর্পদ করা হয়।