ঢাবির ভর্তি পরীক্ষা শুক্রবারেই হবে

আগের দিন হরতাল থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার যথাসময়েই হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2014, 03:17 PM
Updated : 17 Sept 2014, 07:33 PM

দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ে ক্ষুব্ধ জামায়াতে ইসলামী বৃহস্পতি ও রোববার সারাদেশে হরতাল ডাকার পর জাতীয় বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় তাদের পরীক্ষার সূচি বদলায়।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার সকাল ১০টায় খ-ইউনিটের ভর্তি পরীক্ষাসহ সকল পরীক্ষা যথারীতি যথাসময়ে অনুষ্ঠিত হবে।

এই ইউনিটে ২ হাজার ২২১ আসনের বিপরীতে আবেদন করেছেন ৪২ হাজার ৪১৭ জন শিক্ষার্থী।

পরীক্ষার দিন না থাকলেও আগের দিন হরতাল থাকায় ঢাকায় আসতে সমস্যার কথা ভেবে অনেক অভিভাবক ভর্তিপরীক্ষা নিয়ে উদ্বেগ জানিয়ে আসছিলেন।   

ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক সদরুল আমিন বলেন, “গত বছরের ভর্তি মৌসুমে হরতাল থাকলেও নির্ধারিত সময়েই পরীক্ষা গ্রহণ করা হয়েছে। তাই এবছরও ভর্তি পরীক্ষা শুক্রবার যথাসময়ে শুরু হবে।”