গাজীপুরে এমআরপি  বিতরণ কার্যক্রম শুরু

গাজীপুরে  আনুষ্ঠানিকভাবে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2014, 02:58 PM
Updated : 17 Sept 2014, 02:58 PM

বুধবার স্থানীয় মুক্তিযোদ্ধা  এসকে জবিউল্লাহর হাতে পাসপোর্ট তুলে দেওয়ার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন  জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম।

২০১১ সাল থেকে গাজীপুর পাসপোর্ট অফিসের হাতে লেখা পাসপোর্ট সরবরাহ  বন্ধ হয়ে যায়। পরে ঢাকার উত্তরা অফিস থেকে গাজীপুরের বাসিন্দাদের এমআরপি পাসপোর্ট নিতে হতো।

এ বছরের ১২ অগাস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরসহ ৩৩ জেলার এমআরপি পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন করেন।

গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, জেলা প্রশাসক কার্যালয়ের অনতিদূরে উত্তর রাজবাড়ির টাংকিরপাড়ে একটি ফ্ল্যাট ভাড়া করা হয়েছে। দুই তলা ওই ফ্ল্যাট বাড়িটিতেই আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম শুরু হয়েছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেবাস্টিন রেমা, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সাজিদ আনোয়ার, আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মেহেদী হাসান প্রমুখ।