কামরাঙ্গীরচরে যুবককে গলাকেটে হত্যা

পাওনা টাকা আনতে যাওয়ায় রাজধানীর কামরাঙ্গীরচরে এক যুবককে ছুরি মেরে ও গলাকেটে হত্যা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2014, 02:25 PM
Updated : 17 Sept 2014, 02:25 PM
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে কামরাঙ্গীর চরের কয়লাঘাটে এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন

কামরাঙ্গীর চর থানার ওসি শেখ মুহসীন আলম।

নিহতের নাম মেহেদী হাসান কাজল (২৪)। তিনি পুরান ঢাকার ইসলামবাগে বাসিন্দা।

ওসি মুহসীন আলম বলেন, “গত রমজান মাসে ইসমাইল হোসেন নামে একজনকে ২৬ হাজার টাকা ধার দেন কাজল, যিনি চরেরঘাট এলাকার একটি চারতলা বাড়ির চতুর্থতলাতেই ভাড়া থাকেন।

“সকালে কাজল সেখানে পাওনা টাকা আনতে গেলে তা ফেরত দেয়ার বদলে ইসমাইল এবং আরেক যুবক পেটে ছুরি মেরে ও গলাকেটে হত্যা করে।”

পালিয়ে যাওয়ার সময় পুলিশ ইসমাইলকে গ্রেপ্তার করে জানিয়ে ওসি মুহসীন বলেন, “ওই ফ্ল্যাট থেকে দুটি ছোরা উদ্ধার করা হয়।”

ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।