রায়ের পর সিরাজগঞ্জে জামায়াতের মিছিল

যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায় ঘোষণার পর সিরাজগঞ্জ শহরে ঝটিকা মিছিল করেছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2014, 11:30 AM
Updated : 17 Sept 2014, 11:30 AM
বুধবার দুপুর ১২টার দিকে শহরের গোশালা রোডে আকস্মিক মিছিল বের করেন তারা। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশও হয়।

সমাবেশে জামায়াতের শহর শাখার সেক্রেটারি আবু জাফর বক্তব্য রাখেন। এছাড়া অর্থ সম্পাদক আবু তালেব, ইসলামী ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি রাশেদুল ইসলাম ও জেলা শাখার সভাপতি সোলেয়মান হোসেন  উপস্থিত ছিলেন।

মাত্র দুমিনিটের সভা শেষে মিছিলকারীরা সটকে পড়লে ওই রোডে পুলিশ ও বিজিবির টহল দেখা যায়।

সদর থানার ওসি হাবিবুল ইসলাম বলেন, চোরাগোপ্তাভাবে গোশালায় জামায়াতের লোকজন মিছিল বের করলেও পুলিশ দেখে পালিয়ে যায়।

এদিকে রায় ঘোষণার আগেই ভোর থেকে জেলার উল্লাপাড়া, বেলকুচি ও কড্ডার মোড়সহ শহরের বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় বিজিবি টহল জোরদার করা হয়। এছাড়া পুলিশ ও র‌্যাবকেও জেলার বিভিন্ন স্থানে সতর্ক অবস্থায় দেখা যায়।

জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবি জেলায় অবস্থান করবে।