সাঈদীর রায়ের পর নাশকতার চেষ্টা: চট্টগ্রামে আটক ৩

আপিল বিভাগে যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় ঘোষণার পর বন্দর নগরীতে নাশকতার চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2014, 11:26 AM
Updated : 17 Sept 2014, 11:26 AM
বুধবার দুপুরে নগরীর চাক্তাই, বড়পুল এলাকা থেকে তাদের আটক করা হয়। এছাড়া বিবিরহাট এলাকায় ঝটিকা মিছিল করে জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা।

বাকলিয়া এলাকায় আটক দুজনের একজন আমান উল্লাহ (২০) নগরীর বেসরকারি পোর্ট সিটি ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের এবং অন্যজন কাজী ফখরুদ্দীন দুলদুল (২২) চট্টগ্রাম কলেজের ইয়রেজি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানান বাকলিয়া থানার ওসি মো. মহসিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, দুপুরে চাক্তাই এলাকায় নাশকতা সৃষ্টির চেষ্টার জন্য জড়ো হয় শিবির কর্মীরা। এসময় পুলিশ তাদের ধাওয়া করে আমান উল্লাহ ও ফখরুদ্দীনকে আটক করে।

এদিকে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বড়পুল এলাকা থেকে শিবিরকর্মী সন্দেহে এক যুবককে আটক করা হয়।

দুপুরে পাঁচলাইশ থানার বিবিরহাট এলাকায় শিবিরকর্মীরা ঝটিকা মিছিল করে।

তবে পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদের দাবি শিবির কর্মীরা জড়ো হলে পুলিশ গিয়ে তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।