জাবিতে বৃহস্পতি ও রোববারের ভর্তি পরীক্ষা পেছাল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতি ও রোববারের ভর্তি পরীক্ষা পিছিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।  

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2014, 08:44 AM
Updated : 17 Sept 2014, 08:44 AM
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিচালনা কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ আলী জানান, বৃহস্পতিবারের পরীক্ষা হবে আগামী ২৪ সেপ্টেম্বর এবং রোববারের পরীক্ষাটি হবে আগামী ২৫ সেপ্টেম্বর।  

তবে, পরীক্ষার সূচিতে কোন পরিবর্তন আনা হয়নি জানিয়ে এই কর্মকর্তা বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে বলেন, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ীই নতুন তারিখে ওই দুই দিনের পরীক্ষা হবে।  

বিশ্ববিদ্যালয়টিতে স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে বুধবার থেকে। শেষ হবে ২৩ সেপ্টেম্বর।

যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলে সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেয়ার পর তার মুক্তির দাবিতে বৃহস্পতি ও রোববার সারা দেশে মোট ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। 

এর পরপরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের নির্ধারিত পরীক্ষার তারিখ পরিবর্তন করে।  

ভর্তি পরীক্ষার আসন বিন্যাসসহ বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, এসএমএস ছাড়াও অ্যান্ড্রয়েডনির্ভর মোবাইল ফোনের নির্দিষ্ট অ্যাপ থেকে জানা যাবে।

এ বছর বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের অধীনে ৩৪টি বিভাগ ও দুটি ইনস্টিটিউটের এক হাজার ৯৪৩টি আসনের বিপরীতে এক লাখ ৯৬ হাজার ৩২৪টি আবেদন জমা পড়ে।

ভর্তি সম্পর্কিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। এছাড়া এ ওয়েবসাইট থেকে বিনা খরচে ডাউনলোড করা যাচ্ছে ভর্তি তথ্যের অ্যাপ