রাষ্ট্রপতির কাছে মানবাধিকার কমিশনের বার্ষিক প্রতিবেদন

জাতীয় মানবাধিকার কমিশনের ২০১৩ সালের বার্ষিক প্রতিবেদন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে হাস্তান্তর করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2014, 06:01 PM
Updated : 16 Sept 2014, 06:36 PM

কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তার হাতে এই প্রতিবেদন তুলে দেয়।

রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মানবাধিকার কমিশনের প্রতিবেদন অনুযায়ী, তারা ৩২৫টি অভিযোগ নিষ্পত্তি করেছে। এছাড়া ১০৮টি অভিযোগ অনিষ্পন্ন রয়েছে।”

প্রতিনিধি দল এসময় রাষ্ট্রপতিকে তাদের কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করে।

রাষ্ট্রপতি মানবাধিকার রক্ষায় আন্তরিকভাবে কাজ করার প্রতি গুরুত্ব আরোপ করেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পাঁচদিনের সফরে বুধবার নিজ জেলা কিশোরগঞ্জ যাচ্ছেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম জানান, রাষ্ট্রপতি কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করবেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়ি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায়।

২১ সেপ্টেম্বর রাষ্ট্রপতির ঢাকা ফেরার কথা রয়েছে।