সাঈদীর রায়: বগুড়ায় পুলিশের তল্লাশি

যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাইদীর আপিলের রায়কে কেন্দ্র করে নাশকতা এড়াতে বগুড়া শহরে জামায়াত-শিবিরের বিভিন্ন স্থাপনায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2014, 04:21 PM
Updated : 16 Sept 2014, 04:21 PM
বগুড়া সদর থানার ওসি মো. ফয়জুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সামনে জামায়াত ও শিবিরের ঘাঁটি বলে পরিচিত শহরের জামিলনগর, সিউজগাজি ও সূত্রপুর এলাকায় বিভিন্ন আবাসিক স্থানে তল্লাশি শুরু করেছে পুলিশ।

এ অভিযান রায়ের পরবর্তী কয়েকদিন পর্যন্ত চলবে বলে জানান তিনি।

এদিকে জেলা প্রশাসক সফিকুর রেজা জানান, বুধবার সকাল ৬টা থেকে জেলার বিভিন্ন পয়েন্টে চার প্লাটুন বিজি মোতায়েন থাকবে।

সাঈদীর আপিলের রায়কে কেন্দ্র করে নাশকতার আশংকায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর দেয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সাঈদীর করা আপিলের রায় দেওয়া হবে বুধবার।

২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি এ ট্রাইব্যুনাল এই যুদ্ধাপরাধীর ফাঁসির রায় দেয়। রায়ের বিরুদ্ধে তিনি আপিল করলে শুনানি শেষে গত ১৬ এপ্রিল তা রায়ের জন্য অপেক্ষমান রাখে আপিল বিভাগ। তার পাঁচ মাস পর রায়ের দিন জানানো হয় মঙ্গলবার।