ওএসডি ১৩৮ কর্মকর্তা

একজন সচিব ও ১৪ জন অতিরিক্ত সচিবসহ বর্তমানে জনপ্রশাসনে ১৩৮ জন `বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা' (ওএসডি) রয়েছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2014, 03:39 PM
Updated : 16 Sept 2014, 03:39 PM

সাংসদ নূর-ই-হাসনা লিলি চৌধুরীর এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক মঙ্গলবার সংসদে এই তথ্য জানান।

ওএসডি কর্মকর্তাদের নামের তালিকাও সংসদে তুলে ধরেন প্রতিমন্ত্রী।

এর মধ্যে মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশি বন্ধুদের দেয়া ক্রেস্টে স্বর্ণ জালিয়াতির ঘটনায় গত ১৮ অগাস্ট মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কে এইচ মাসুদ সিদ্দিকীকে ওএসডি করা হয়।

সাধারণত শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে সরকারি কর্মকর্তাদের নির্ধারিত দায়িত্ব থেকে সরিয়ে নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে `বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা' করে রাখা হয়।   

ওএসডি থাকাকালে বেতন-ভাতা পেলেও তাদের নিজেদের কোনো দপ্তর থাকে না। বেশ কিছু সরকারি সুযোগ-সুবিধা থেকেও তারা বঞ্চিত হন।   

ওএসডি কর্মকর্তাদের মধ্যে সচিব-অতিরিক্ত সচিব ছাড়াও ৪১ জন যুগ্ম-সচিব, ৫০ জন জ্যেষ্ঠ সহকারী সচিব এবং ১০জন সহকারী সচিব রয়েছেন।

সানজিদা খানমের আরেক প্রশ্নের জবাবে ইসমত আরা জানান, বিগত বিএনপি সরকারের সময় ৪২ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছিল।

আর বর্তমান সরকারের সময়ে এ পর্যন্ত পাঁচজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে বলে প্রতিমন্ত্রী জানান।