‘হরিলুটের’  কারণে লোডশেডিং: আমীর খসরু

বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিদ্যুৎ খাতে ব্যাপক মাত্রায় লুটপাট হওয়ার কারণে বর্তমানে  লোডশেডিং  হচ্ছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2014, 03:34 PM
Updated : 16 Sept 2014, 03:35 PM

মঙ্গলবার বিদ্যুতের লোডশেডিং নিয়ে চট্টগ্রাম নগর বিএনপির দেয়া এক যৌথ বিবৃতিতে এ কথা বলেন তিনি।

বিবৃতিতে নগর বিএনপি সভাপতি আমীর খসরু বলেন, “তীব্র গরমের মধ্যে ভয়াবহ লোডশেডিং মানুষের জীবনে চরম ভোগান্তি নিয়ে এসেছে।

“বিদ্যুৎ উৎপাদনে ভয়াবহ ধসের কারণে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে। কল-কারখানাসহ বিভিন্ন রপ্তানিমুখী বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধের উপক্রম হয়েছে।”

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসনের এই  উপদেষ্টা বলেন,  “সরকার মুখে বিদ্যুৎ ‍উৎপাদনের রেকর্ডের কথা বললেও বাস্তবে পরিস্থিতি যে ভিন্ন, তার প্রমাণ  ভয়াবহ লোডশেডিং। প্রকৃতপক্ষে সরকার বিদ্যুৎ উৎপাদনে নয়, রেকর্ড করেছে বিদ্যুৎ খাতের দুর্নীতিতে।  রেন্টাল ও কুইক রেন্টালের নামে দলীয় নেতাকর্মীদের দিয়ে জনগণের টাকা হরিলুটের ফল বর্তমানের ভয়াবহ লোডশেডিং।”

গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত বিদ্যুৎ বিল নেয়া হচ্ছে দাবি করে তিনি বলেন, “বিদ্যুৎ না দিতে পারলেও গায়েবি বিলের মাধ্যমে সাধারণ গ্রাহকদের হয়রানি করা হচ্ছে।”

অবিলম্বে এ সমস্যার সমাধান না হলে জনগণকে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন আমীর খসরু।

বিবৃতিতে অন্যদের মধ্যে নগর বিএনপির সহ-সভাপতি শামসুল আলম ও আবু সুফিয়ান এবং সাধারণ সম্পাদক ডা. শাহদাত হোসেন সই করেন।

বর্তমানে সার কারখানাগুলো পুরোদমে চালু থাকায় সেগুলোতে গ্যাস দিতে গিয়ে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ কমে এসেছে; আর তাতে  বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় লোডশেডিং হচ্ছে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।