রাজধানীতে ২৮০ টেলিফোন এক সপ্তাহ ধরে বিকল

টেলিফোন কেবিনেট ভেঙে যাওয়ায় মগবাজার এক্সচেঞ্জের সিদ্ধেশ্বরী এলাকার প্রায় ২৮০টি টেলিফোন সংযোগ এক সপ্তাহ ধরে বিচ্ছিন্ন হয়ে রয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2014, 02:40 PM
Updated : 16 Sept 2014, 02:40 PM

বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্মাণাধীন মগবাজার-মৌচাক ফ্লাইওভারের পাশে সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়ের দেয়াল ও সংলগ্ন টেলিফোন কেবিনেট গত ৯ সেপ্টেম্বর গভীর রাতে ‘কে বা কারা’ ভেঙে ফেলে।

ফলে ওই কেবিনেটের মাধ্যমে সংযুক্ত সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, সিদ্ধেশ্বরী রোড ও নিউ বেইলি রোড এলাকার টেলিফোনগুলো ১০ সেপ্টেম্বর ভোর থেকে অকেজো হয়ে পড়ে।

কেবিনেটটি পুনঃনির্মাণ করে শিগগিরই টেলিফোনগুলো চালু করার চেষ্টা হচ্ছে বলে বিটিসিএল জানিয়েছে।