সরকার ষড়যন্ত্র করছে: সন্তু লারমা

সরকার পার্বত্য চট্টগ্রামকে মুসলিম অধ্যুষিত অঞ্চলে পরিণত করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সস্তু লারমা।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2014, 02:22 PM
Updated : 16 Sept 2014, 02:22 PM

মঙ্গলবার রাঙামাটিতে এক কর্মশালায় তিনি বলেন, সরকার সম্পাদিত পার্বত্য চুক্তি বাস্তবায়নের কথা দিলেও সেই কথা রাখেনি। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদ আইনকে ঝুলিয়ে রেখেছে।  

“সরকার পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগোষ্ঠীর অস্তিত্ব বিলুপ্তি ও মুসলিম অধ্যুষিত অঞ্চল হিসেবে পরিণত করার জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।”

তিনি আরো বলেন, এ অঞ্চলে পর্যটন জোন হলে সর্বনাশ ডেকে আনা হবে। এখানকার মানুষের জীবনে বিপর্যয় নেমে আসবে। যাতে কাপ্তাই বাঁধের চেয়েও বেশি লোকজন ক্ষতিগ্রস্ত হবে।

উন্নয়ন সংস্থা কাপেং ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের উপদেষ্টা মঙ্গল কুমার চাকমা। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুই প্রু চৌধুরী, রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুণ কান্তি চাকমা, মানবধিকার কর্মী বিনতাময় ধামাই প্রমুখ।