চট্টগ্রামে ব্যবসায়ীকে অপহরণে ৬ জনের দণ্ড

এক ব্যবসায়ীকে অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় করা মামলায় ছয়জনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2014, 01:22 PM
Updated : 16 Sept 2014, 01:22 PM

মঙ্গলবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শহীদুল ইসলাম এ রায় দেন।

দণ্ডিতরা হলেন- হেলাল আহম্মদ, মিজানুর রহমান, নজরুল ইসলাম, নওশাদ, কালু মিয়া ও জালাল উদ্দিন। এদের মধ্যে হেলাল পলাতক রয়েছেন।

আদালতের অতিরিক্ত পিপি মো. আবু জাফর জানান, কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

মামলায় বলা হয়, ২০০৩ সালের ২০ অগাস্ট নগরীর ডবলমুরিং থানার মৌলভীপাড়া থেকে ব্যবসায়ী ইব্রাহীম সাইমনকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়।

পরে পুলিশ সীতাকুণ্ডের সলিমপুর থেকে ইব্রাহীমকে উদ্ধার করে।

এই ঘটনায় ওই বছরের ২৪ অগাস্ট ডবলমুরিং থানায় মামলা হয়।  ২০০৪ সালের ২০ এপ্রিল মামলায় ছয় জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।