চবির হল থেকে অস্ত্র-বোমা উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হলে অভিযান চালিয়ে পেট্রোল বোমা ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2014, 12:56 PM
Updated : 16 Sept 2014, 12:56 PM

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় মঙ্গলবার বিকালে এ অভিযান চালায় পুলিশ।

“আব্দুর রব হলের ১৫টি রুম থেকে ১৮টি পেট্রোল বোমা, রামদা, লোহার রড, দুইশরও বেশি লাঠি, দু/তিনটি ব্যাগ ভর্তি পাথর উদ্ধার করা হয়েছে।”

ছাত্র শিবিরের নেতাকর্মীদের নিয়ন্ত্রণে থাকা এসব রুমে এক ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি চালানো হয় বলে হলে থাকা শিক্ষার্থীরা জানান।

বিকাল সাড়ে ৪টার দিকে আব্দুর রব হলে তল্লাশি শেষে আলাওল হলেও পুলিশ তল্লাশি শুরু হয়েছে বলে সহকারী প্রক্টর অহিদুর জানিয়েছেন।

গত ১০ সেপ্টেম্বর চট্টগ্রাম-হাটহাজারী সড়কের ছড়ারকূল এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাসে হাতবোমা ও পাথর নিক্ষেপ করে শিবিরকর্মীরা। ওই ঘটনায় ১১ শিক্ষকসহ ১৪জন আহত হন।

এরপর হামলাস্থলের আশপাশ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অভিযান শুরু করে পুলিশ।

গত রোববার দুপুরে এফ রহমান হলের পেছনে পাহাড়ি জঙ্গলে অভিযান চালিয়ে ২১টি হাতবোমা উদ্ধার করা হয়।

সোমবার রাতেও ছয়টি রুমে তল্লাশি চালিয়ে নয়টি রামদা, লাঠি, লোহার রড, ব্যাগ ভর্তি পাথর, কেরোসিন, কাঁচের বোতল উদ্ধার করা হয়।