মানিকগঞ্জে মিছিলে পুলিশের গুলি, বুধবার হরতাল

মানিকগঞ্জ শহরে গ্যাসের দাবিতে মঙ্গলবার বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দেওয়ার পর দুপক্ষের সংঘর্ষ হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2014, 11:37 AM
Updated : 16 Sept 2014, 03:51 PM

এ ঘটনার প্রতিবাদে বুধবার জেলা শহরে সকাল-সন্ধ্যা হরতালের আহবান করা হয়েছে, যা পৌর মেয়র মো. রমজান আলী নিশ্চিত করেছেন।

এদিকে হরতালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সমর্থন দিয়েছে।

পুলিশ জানায়, সংঘর্ষ চলাকালে পুলিশ টিয়ারসেল, রাবার বুলেট ও শটগানের ফাঁকা গুলি ছুড়েছে।

সংঘর্ষে নারী-পুরুষ, জনপ্রতিনিধি, পুলিশ ও সাংবাদিকসহ অর্ধশতাধিক আহত হয়েছেন।

আহতদের মধ্যে ১০ জনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা।

প্রত্যক্ষদর্শী ও আহতদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল সাড়ে ১১টার দিকে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মানিকগঞ্জ বিজয়মেলা মাঠে সমাবেশের আয়োজন করা হয়। এতে মানিকগঞ্জ পৌর মেয়র মো. রমজান আলীর সভাপতিত্বে বেশ কয়েকজন পৌরবাসী বক্তব্য দেন।

এরপর পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা তিতাস গ্যাস অফিস ঘেরাও করার উদ্দেশ্যে বিজয় মেলার মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। সহস্রাধিক পৌরবাসী ওই বিক্ষোভ মিছিলে অংশ নেন।

মানিকগঞ্জ সদরের মেঘশিমুলে অবস্থিত ওই গ্যাস অফিসটি ঘেরাও এর উদ্দেশ্যে মিছিল নিয়ে যাওয়ার সময় শহরের খালপাড় এলাকায় পুলিশের বাধার মুখে পড়ে।

বিক্ষিপ্ত পৌরবাসী পুলিশের বাধাকে উপেক্ষা করে মানিকগঞ্জ বাসষ্ট্যান্ড এলাকার কাছাকাছি পৌছালে পুলিশ আবার তাদেরকে বাধা দেয়।

পুলিশের বাধা উপেক্ষা করে মিছিলটি ঢাকা-আরিচা মহসড়ক হয়ে গ্যাস অফিসে পৌঁছানোর চেষ্টা করলে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার পৌর সুপার মার্কেটের সামনে পুলিশ তাদেরকে লাঠিপেটা করে।

সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ বেশকয়েকটি টিয়ারসেল, রাবার বুলেট এবং শটগানের ফাঁকা গুলি ছোড়ে।

এ সময় বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।

এতে পৌরমেয়র রমজান আলীসহ পুলিশ ও সাংবাদিকসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে মানিকগঞ্জ সদর সদর থানার ওসি আমিনুর রহমান জানান, এ ঘটনায় এসআই হাবিবুর রহমানসহ ১৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

হরতালে সিপিবি-বাসদের সমর্থন

গ্যাসের দাবিতে বিক্ষোভ মিছিলে পুলশিরে টিয়ার সেল, রাবার বুলেট ও ফাঁকা গুলি বর্ষণের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

মঙ্গলবার সিপিবি ও বাসদের এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়েছে।

এতে বলা হয়, এলাকাবাসী আহুত এ হরতালে সিপিবি-বাসদ পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে।

এছাড়া পুলিশী হামলার বিচার ও আহতদের সুচিকিৎসার দাবিও জানানো হয় বিবৃতিতে।

বিবৃতিতে স্বাক্ষর করেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান।