স্ত্রীকে এসিড ছোড়া স্বামীর মৃত্যুদণ্ড কার্যকরের অনুমতি হাই কোর্টের

স্ত্রীকে এসিড নিক্ষেপের অপরাধে সিরাজগঞ্জের এক ব্যক্তিকে দেয়া বিচারিক আদালতের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার অনুমতি দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2014, 11:13 AM
Updated : 16 Sept 2014, 11:13 AM

মঙ্গলবার বিচারপতি মো. আব্দুল হাই ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের বেঞ্চ এই রায় দেয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. আকবর আলী সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের আমির হোসেন মণ্ডলের ছেলে।

২০০৯ সালের ২৩ অগাস্ট সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ বিপ্লব গোস্বামী তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন।

এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছিলেন আকবর। অন্যদিকে তার মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের অনুমতির জন্য বিষয়টি হাই কোর্টে আসে।

উভয় আবেদনের শুনানি নিয়ে হাই কোর্ট বিচারিক আদালতের রায় বহাল রাখে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনিরুজ্জামান রুবেল। আসামিপক্ষে ছিলেন ইউসুফ হোসেন হুমায়ুন।

মামলায় বলা হয়, ২০০৮ সালের ১৮ ফেব্রুয়ারি আকবর আলী স্ত্রী আয়েশা সিদ্দীকা নীলার (২২) গায়ে এসিড নিক্ষেপ করেন। আহত আয়েশার চিৎকার শুনে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ঘটনার পর আয়েশার বাবা একই উপজেলার বড় বাসুরিয়া গ্রামের মো. আব্দুল আউয়াল শেখ জামাতার বিরুদ্ধে মামলা করেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনিরুজ্জামান রুবেল বলেন, “এটি একটি ব্যতিক্রমধর্মী রায়। যেহেতু স্ত্রী স্বামীর জিম্মায় থাকেন এবং স্বামী তাকে এসিড মেরেছে বলে সাক্ষ্যপ্রমাণে উঠে এসেছে।

“অন্যদিকে আসামি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেননি বা অপরাধ লঘু ছিল বলে প্রমাণ দিতে পারেননি, এ কারণে তার মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে।”