ভারতের গরু আনতে গিয়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে ওপারে গরু আনতে গিয়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2014, 10:42 AM
Updated : 16 Sept 2014, 10:42 AM

মঙ্গলবার বেলা ২টার দিকে উপজেলার কৃষনোসদা সীমান্ত এলাকার পুনর্ভবা নদীতে এচাহক আলীর (১৯) লাশ পাওয়া যায়।

এচাহক আলী নওগাঁ সরকারি কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র। তিনি সাপাহার উপজেলার পার হাপানিয়া গ্রামের  ইউসুফ আলীর ছেলে।

১৪ বিজিবির নিতপুর কোম্পানি কমান্ডার হারুন রশিদ জানান, নদীতে লাশ ভাসতে দেখে এলাকাবাসী বিজিবি ও পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করেছে।

তিনি বলেন, সোমবার বিকালে একই সীমান্ত এলাকা থেকে আরেক যুবকের লাশ উদ্ধার করে বিজিবি। গত শনিবার রাতে ওই সীমান্ত পথে গরু নিয়ে আসার সময় নিখোঁজ হন ওই যুবক। আর রোববার রাতে গরু নিয়ে আসার সময় নিখোঁজ হন এচাহক।

দুই যুবককে বিএসএফ আটকের পর নির্যাতন করে হত্যা করে ফেলে দিয়েছে বলে তাদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলেও পতাকা বৈঠকে বিএসএফ তা অস্বীকার করেছে।

সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত সীমান্তের ২৩৬ মেইন পিলারের পাশে জিরো পয়েন্টে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ১৪ বিজিবির নিতপুর কোম্পানি কমান্ডার  হারুন রশিদ। ভারতের পক্ষে নেতৃত¦ দেন পান্নাপুর বিএসএফ ক্যাম্পের ইন্সপেক্টর জেভার সিংহ।