দুর্ঘটনায় আহত নির্বাচন কর্মকর্তা নূরজাহানের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মতিঝিল নির্বাচন কর্মকর্তা নূরজাহান বেগম মুন ৯ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2014, 07:24 AM
Updated : 16 Sept 2014, 07:24 AM
ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, মঙ্গলবার এপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই কর্মকর্তা মারা যান।

ঢাকা মহানগরীতে চলমান ভোটার তালিকা হালনাগাদের কাজ পরিদর্শনে যাওয়ার সময় গত ৭ সেপ্টেম্বর এ নির্বাচন কর্মকর্তা লরির ধাক্কায় গুরুতর আহত হন।

ভাগ্নের মোটর সাইকেলে থাকা নূরজাহান মালিবাগ চৌধুরী পাড়ায় দুর্ঘটনায় পড়েন।

নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলাম ও যুগ্ম সচিব জেসমিন টুলি আহত কর্মকর্তার খোঁজ খবর নিচ্ছিলেন।

তবে সিইসিসহ পাঁচ নির্বাচন কমিশনারের কেউ এক সপ্তাহেও তাকে দেখতে না যাওয়ায় ইসি কর্মকর্তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল।

এরপর সোমবার সিইসি এপোলো হাসপাতালে গিয়ে নূরজাহানের খোঁজ খবর নেন।