সাবেক এমপির বাড়িতে ডাকাতি, পিস্তলও লুট

খুলনা নগরীতে সাবেক এক সংসদ সদস্যর বাড়ি থেকে লাইসেন্স করা পিস্তলসহ মালামাল লুটে নিয়েছে ডাকাত দল।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2014, 07:16 AM
Updated : 16 Sept 2014, 07:16 AM

মঙ্গলবার ভোররাতে নগরীর খালিশপুর শিল্পাঞ্চলের আবাসিক এলাকায় শরীফ খসরুজ্জামানের বাড়িতে এ ডাকাতি হয় বলে পুলিশ জানায়।

বহু দিন ধরে আওয়ামী লীগ করে আসা খসরুজ্জামান নড়াইল-২ আসনে সংসদ সদস্য ছিলেন। ২০০১ সালে মনোনয়ন না পেয়ে তিনি বিএনপিতে যোগ দেন।

ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন খসরুজ্জামানের বড় ছেলে শরীফ কাসাফুদ্দোজা মোহাম্মদ কাফি (৪৩)। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খালিশপুর থানার ওসি এস এম কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাবেক সংসদ সদস্যের বাড়ি থেকে ডাকাতরা নগদ ২ লাখ ৯০ হাজার টাকা, একটি লাইসেন্সকৃত পিস্তল ও ৩০ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।

খসরুজ্জামানের ছোট ছেলে শরীফ কাসাফুদ্দোজা সাদি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৩টার দিকে মুখোশ পরা ১০/১৫ জন সশস্ত্র ডাকাত তিন তলা বাড়ির নিচতলার গ্রিল কেটে দোতলায় ঢুকে পড়ে।

“দোতলায় গিয়ে ডাকাতরা আমার দাদিকে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ির সবাইকে ডেকে তোলে। এ সময় ভাই (কাফি) একটি হকিস্টিক নিয়ে প্রতিরোধে এগিয়ে গেলে ডাকাতরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে।”

পরে ডাকাতরা বাড়ির সবাইকে একটি কক্ষে আটকে রেখে লুটপাট করে চলে যায় বলে সাবেক সংসদ সদস্যের ছেলে সাদি জানান।