তিতুমীর কলেজের শিক্ষার্থীর আত্মহত্যা

রাজধানীর তিতুমীর কলেজের এক ছাত্রের লাশ তার বাসায় ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2014, 05:34 AM
Updated : 16 Sept 2014, 05:34 AM

ইফতেখার হাসান শামীম (২০) নামে ওই ছাত্র আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে।

শামীম মহাখালীর সরকারি তিতুমীর কলেজে ফিন্যান্স এবং ব্যাংকিং বিভাগে স্নাতক প্রথম বর্ষে পড়তেন। তিনি থাকতেন কাফরুলের উত্তর ইব্রাহিমপুরে একটি বাড়িতে মেসে।

ওই বাড়িতে নিজের কক্ষে মঙ্গলবার প্রথম প্রহরে শামীমকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বলে কাফরুল থানার ওসি আব্দুল কাইয়ুম জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই কক্ষে শামীম একাই থাকতেন। রাত দেড়টার দিকে শামীমের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

শামীমের টেবিলের ওপর একটি চিরকুট পাওয়া গেছে জানিয়ে পুলিশ কর্মকর্তা কাইয়ুম বলেন, এতে আত্মহত্যার কারণ লিখে গেছেন শামীম।

শামীমের বাড়ি চাঁদপুরের মতলব থানায়। ময়না তদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।