রেলের উচ্ছেদ অভিযান নাখালপাড়ায়ও

কারওয়ান বাজারে ট্রেনে কাটা পড়ে চারজন নিহত হওয়ার পর রাজধানীতে রেললাইনের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের পঞ্চম দিনের কাজ চলছে নাখালপাড়ায়।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2014, 05:27 AM
Updated : 16 Sept 2014, 05:27 AM

মঙ্গলবার সকাল ১০টায় নাখালপাড়ায় উচ্ছেদ অভিযান শুরু হয়। বনানী পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলবে বলে রেলের ঢাকা বিভাগীয় এস্টেট কর্মকর্তা নুরুন্নবী কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

নাখালপাড়ায় রেললাইন ঘেঁষে পূর্ব পাশে বেশি অবৈধ স্থাপনা রয়েছে। তবে দুই পাশেই উচ্ছেদ অভিযান চালাচ্ছে রেল কর্তৃপক্ষ।

গত বৃহস্পতিবারের দুর্ঘটনার পরদিন এফডিসি ফটক সংলগ্ন ক্রসিং থেকে উচ্ছেদ অভিযান চালানো শুরু হয়।

পরে একে একে মগবাজার ও মালিবাগ এলাকায়ও রেলেও দুপাশের উচ্ছেদ অভিযান চলে গত চারদিন ধরে।

রেল কর্মকর্তা কবীর বলেন, এটি চলমান প্রক্রিয়া। এই ‍উচ্ছেদ অভিযান চলবে।