রাজধানীতে ভাই-বোনের ঝুলন্ত লাশ

গভীর রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে ভাই-বোনের ঝুলন্ত লাশ পাওয়া গেছে, যেখান থেকে একটি চিরকুটও উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2014, 04:36 AM
Updated : 16 Sept 2014, 05:31 AM

উত্তরা পশ্চিম থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, সোমবার রাত দেড়টার দিকে ১৪ নম্বর সেক্টরে সাংবাদিক জয়শ্রী জামানের বাসা থেকে তার দুই সন্তান আলীম (১৫) ও চিরশ্রী জামানের (১৮) লাশ উদ্ধার করা হয়।

জয়শ্রী বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জ্যেষ্ঠ সহ-সম্পাদক পদে কাজ করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সংবাদ সংস্থাটির জ্যেষ্ঠ প্রতিবেদক খায়রুজ্জামান কামাল।

পুলিশ জানিয়েছে, আলীম ও চিরশ্রীর বাবা আরেকটি বিয়ে করে চীনে বসবাস করছেন।

উত্তরার ওই ভবনের পঞ্চম তলার বাসাটিতে দুই সন্তানকে নিয়ে থাকেন জয়শ্রী।

ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে জানিয়ে ওসি রফিকুল বলেন, “হতাশা থেকে দুই ভাই-বোন এ ঘটনা ঘটিয়েছে।”

জয়শ্রীর বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেয়ের সঙ্গে রাত সাড়ে ৯টার দিকে জয়শ্রীর কথা হয়। পরে রাত ১১টার দিকে অফিস থেকে বাসায় ফিরে দুই ঘরে দুজনের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেন তাদের মা।

লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।