রূপগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ট্রাক ও যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2014, 04:05 AM
Updated : 16 Sept 2014, 07:50 AM

রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে রূপগঞ্জের কাঞ্চন জিন্দাপার্ক এলাকায় এঘটনা ঘটে।

জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক নাছির আহম্মেদ জানান, নিহতদের তিনজনের পরিচয় জানা গেছে।

তারা হলেন- জামালপুর জেলার বকশীগঞ্জ বাট্টাজোর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (২৮), গাজীপুরের কোনাবাড়ি এলাকার ইয়াসিন মিয়ার ছেলে মহসিন আলী (৩৫) ও বোর্ড বাজার এলাকার ইউসুফ মোল্লার ছেলে মনির হোসেন(২৮)। শেষজন ওই সিএনজি অটোরিকশার চালক ছিলেন।

মৃতদের মধ্যে অজ্ঞাতপরিচয় ৩০ বয়সী পুরুষ ও ১৪ বয়সী এক শিশুও রয়েছে।

ওসি মাহমুদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৯টার দিকে কাঞ্চন জিন্দা পার্ক এলাকায় ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চারজন নিহত হয়।

এঘটনায় আহত দুজনের মধ্যে ১৪ বয়সী শিশুটিকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণ করে।

চালক পালিয়ে গেলেও ঘটনার পর পরই স্থানীয় জনতা ট্রাক ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেয়। তারা মদনপুর-ভুলতা-জয়দেবপুর সড়কটি প্রায় ২০ মিনিট ধরে অবরোধ করে রাখে।

পরে পুলিশ গিয়ে বিক্ষুব্ধদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।