ঝিনাইদহে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2014, 03:30 AM
Updated : 16 Sept 2014, 05:46 AM

কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, সোমবার মধ্যরাতে পাতবিলা এলাকায় কালীগঞ্জ-জীবননগর সড়কে এ ঘটনার পর সেখান থেকে একটি আগ্নেয়াস্ত্র, একটি গুলি ও দুটি রামদা উদ্ধার করা হয়।

নিহত মতিয়ার রহমানের (৪২) বাড়ি হরিণাকুণ্ডু উপজেলার গোবরাপাড়া গ্রামে।

পুলিশ কর্মকর্তা আনোয়ার বলেন, “২০০১ সালে কনস্টেবল হাদেক আলীকে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন মতিয়ার। এছাড়া তার বিরুদ্ধে ঝিনাইদহ, জীবননগর ও হরিণাকুণ্ডু থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।”    

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরো জানান, রাত আড়াইটার দিকে এক দল দুর্বৃত্ত ওই সড়কে বাস-ট্রাকে ডাকাতির উদ্দেশ্যে পাশের দুটি গাছ কেটে সড়কে ব্যারিকেড দেয়। পুলিশের একটি টহল গাড়ি ওই ব্যারিকেডে বাধা পেয়ে দাঁড়িয়ে গেলে ডাকাতরা পুলিশের গাড়ির দিকে গুলি ছুড়তে থাকে। এসময় পুলিশও পাল্টা গুলি চালায়।

“প্রায় ১০/১২ মিনিট ধরে বন্দুকযুদ্ধের পর ডাকাতরা পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে।”

তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ওসি আনোয়ার।

এছাড়া বন্দুকযুদ্ধে আহত হয়েছেন রেজা আহমেদ ও সঞ্জয় সামন্ত নামে দুই কনস্টেবল, যাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।