বছরে সাপের কামড়ে মৃত্যু ৬ হাজার

সর্প দংশনে প্রতি বছর দেশে ছয় হাজার মানুষ মারা যায় বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2014, 03:16 PM
Updated : 15 Sept 2014, 03:16 PM

জাতীয় সংসদের সোমবারের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

জাতীয় পার্টির সাংসদ কাজী ফিরোজ রশীদ তার সম্পূরক প্রশ্নে জানতে চান যে, “বিদেশ থেকে আমদানি করে সাপের কাপড়ের ওষুধ দেশের উপজেলা হাসপাতালগুলোতে দেওয়া হবে কি না।”

জবাবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, “প্রতি বছর সাপের কামড়ে ছয় হাজার, সাড়ে তিন হাজার মা, সাড়ে নয় হাজার শিশু এবং রোড অ্যাকসিডেন্টে দশ হাজারের মতো মানুষ মারা যায়।”

“সাপের কামড়ে এতো মারা যায়- তা অনেকেরই জানা নেই”

প্রতিটি উপজেলায় সর্প দংশনর অ্যান্টি ভেনাম পাঠিয়ে দেওয়া হয়েছে উল্লেখ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, “অ্যান্টি ভেনাম দেওয়ার কিছু ট্রেইন্ড লোক আছে। পর্যাপ্ত লোক নেই। এজন্য, ব্যবস্থা নেওয়া হচ্ছে।”