সিরাজগঞ্জে মঙ্গলবার হরতাল

দুই মহল্লার সংঘর্ষে ছাত্রের মৃত্যুর প্রতিবাদে মঙ্গলবার সিরাজগঞ্জ পৌর এলাকায় অর্ধ দিবস হরতাল ডেকেছে স্থানীয়রা।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2014, 01:59 PM
Updated : 15 Sept 2014, 02:19 PM

নিহত ইমরান হোসেনের (১৬) লাশ নিয়ে সোমবার সন্ধ্যায় জেলা শহরে মিছিল করেছে ভাঙ্গাবাড়ি গ্রামের অন্তত এক হাজার মানুষ। মিছিলে তারা হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানায়।

মিছিল শেষে সমাবেশে সিরাজগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও জেলা যুবলীগের সাংগঠনিক সেলিম আহমেদ মঙ্গলবার সকাল থেকে বেলা ২টা পর্যন্ত হরতালের ঘোষণা দেন।

সোমবার দুপুরে সিরাজগঞ্জ শহরের দিয়ারধানগড়া ও ভাঙ্গাবাড়ি মহল্লার সংঘর্ষে ইমরান হোসেন নিহত হয়। ইমরান সয়াগোবিন্দ মহল্লার ইকবাল হোসেনের ছেলে ও সিরাজগঞ্জ ভোকেশনাল টেকনিক্যাল ইনস্টিটিউটের ১০ম শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর শহরের মিলন মোড়ে অন্তত এক হাজার নারী-পুরুষ ভ্যানের উপর লাশ নিয়ে শহরে মিছিল বের করে। মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এরপর সমাবেশে পৌরসভার কাউন্সিলর ও জেলা যুবলীগের সাংগঠনিক সেলিম আহমেদ হরতালের ঘোষণা দেন।

তিনি বক্তব্যে হত্যাকাণ্ডের ইন্ধনদাতা হিসেবে দিয়ারধানগড়া গ্রামের বাসিন্দা ও সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দানীউল হক দানী ও সিরাজগঞ্জ ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরু মুন্সীকে দায়ী করেন।

এ ব্যাপারে দানীউল হক দানী বলেন, “কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তা আমার জানা নেই। আমার বিরুদ্ধে স্লোগান দেয়াটা দুঃখজনক।”