‘পুলিশে কেউ কারও কথা শোনে না’

পুলিশ প্রশাসনের ‘চেইন অফ কমান্ড’ ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2014, 01:22 PM
Updated : 15 Sept 2014, 01:32 PM

দুর্বৃত্তের হামলায় আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুব উল্লাহকে   দেখতে গিয়ে তিনি বলেন, “বর্তমানে পুলিশের চেইন অব কমান্ড ভেঙে পড়েছে। কেউ কারো কথা শোনে না।

“থানায় কোনো মামলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রী নিজে ভুক্তভোগীর অভিযোগের কাগজে সই করে ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেন। এমনটি তো হবার কথা নয়।”

গত শনিবার দুপুরে সুপ্রিম কোর্টে এক অনুষ্ঠান শেষে বেরিয়ে পাশের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যাওয়ার পথে দুর্বৃত্তের হামলার মুখে পড়েন মাহবুব উল্লাহ।

অধ্যাপক মাহবুব উল্লাহকে দেখে হাসপাতাল থেকে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মিজানুর রহমান।

ফাইল ছবি

অধ্যাপক মাহবুব উল্লাহর ওপর হামলায় ক্ষুব্ধ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, “তিনি কাউকে কখনো আক্রমণ করে কথা বলেন না। কারা তার ওপর হামলা চালিয়েছে তাদের তিনি চেনেন না বলে জানিয়েছেন। অথচ তার ওপর হামলা করা হয়েছে। কে বা কারা করেছে সেটি পুলিশকে খুঁজে বের করতে হবে।

“পুলিশের মহাপরিদর্শককে অনুরোধ করে বলছি, একজন বুদ্ধিবৃত্তিক কাজ করতে গিয়ে কেন হামলার শিকার হলেন, কারা তার ওপর হামলা করল, তা তদন্ত করুন। দোষীদের চিহ্নিত করে শাস্তি দিন।”

দায়িত্বপালনে পুলিশকে আরো সতর্ক থাকার পরামর্শও দেন অধ্যাপক মিজান।