আড়াই মাস পর ২ তথ্য কমিশনার নিয়োগ

পদ খালি হওয়ার আড়াই মাস পর দুই কমিশনার পেয়েছে তথ্য কমিশন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2014, 12:22 PM
Updated : 15 Sept 2014, 05:33 PM

নতুন কমিশনারদের একজন নেপাল চন্দ্র সরকার তথ্য কমিশনেই সচিব হিসেবে এক সময়ে দায়িত্ব পালন করেছিলেন। অতিরিক্ত সচিব হিসেবে জনপ্রশাসন থেকে অবসরে যান তিনি।

অন্যজন অধ্যাপক খুরশিদা বেগম সাঈদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক।

সরকার সোমবার এই দুজনকে তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে। গত দুই মাস ধরে সাংবিধানিক এই প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ এই দুটি পদ ফাঁকা থাকায় সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন অসন্তোষ জানিয়ে আসছিল।

এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, তথ্য অধিকার আইন-২০০৯ এর ধারা ১৫(১) অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নেপাল চন্দ্র সরকার ও খুরশিদা বেগমকে তথ্য কমিশনার নিয়োগ দিয়েছেন।

তাদের পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা ও অন্য আনুষঙ্গিক সুবিধা সরকার নির্ধারণ করবে বলে জানানো হয়েছে।

তিন সদস্যের তথ্য কমিশনে একজন প্রধান তথ্য কমিশনার ও দুজন কমিশনার থাকেন।

বর্তমানে প্রধান তথ্য কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ ফারুক।

এই বছরের ৩০ জুন তথ্য কমিশনার অধ্যাপক সাদেকা হালিম ও এম এ তাহেরের মেয়াদ শেষে বিদায় নিলে দুটি পদ খালি হয়।

এরপর আড়াই মাসেও কাউকে নিয়োগ না দেওয়ায় উদ্বেগ প্রকাশ করে আসছিল তথ্য অধিকার আইন বাস্তবায়নে বেসরকারি সংগঠনগুলোর জোট আরটিআই ফোরাম।

এনিয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছিল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশও (টিআইবি)।