কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে সন্ত্রাসী’ গুলিবিদ্ধ

কক্সবাজার শহরে গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ‘সন্ত্রাসী’ গুলিবিদ্ধ হয়েছে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2014, 09:44 AM
Updated : 15 Sept 2014, 09:44 AM

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মনজুর আলম জানান, সোমবার ভোর ৫টার দিকে শহরের উত্তরণ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় একটি দেশে তৈরি একটি এলজি ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

গুলিবিদ্ধ শফিকুর রহমানকে (৩৯) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি কক্সবাজার পাহাড়তলী এলাকার মৃত আবুল হাশেমের ছেলে। তার বিরুদ্ধে নানা অপরাধে ১৩টি মামলা রয়েছে।

তবে শফিকুরের পরিবারের দাবি, একটি প্রভাবশালী চক্র পুলিশকে দিয়ে ধরে তাকে গুলি করিয়েছে।

ওসি মনজুর আরো বলেন, গোপন সংবাদ পেয়ে ডিবি পুলিশের একটি দল উত্তর আবাসিক এলাকায় পৌঁছলে পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা। পুলিশও পাল্টা গুলি করে। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় শফিকুর রহমানকে আটক করা হয়।

আহত শফিককে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ডাকাতির প্রস্তুতি, অস্ত্র ও পুলিশের উপর হামলার অভিযোগে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

তবে শফিকুরের মা আম্বিয়া খাতুন বলেন, “একটি সন্ত্রাসী চক্র তার দুই ছেলেকে হত্যা করেছে। এ খুনে জড়িতরা প্রকাশ্যে ঘুরছে এবং মিথ্যা মামলা দিয়ে শফিকুরকে হয়রানি করে আসছে। এর ধরাবাহিকতায় রোববার ব্যবসায়ী কাজে চকরিয়ায় গেলে শফিককে আটক করে কক্সবাজার নিয়ে আসা হয়। তারপর পরিকল্পিতভাবে তার পায়ে গুলি করে ডিবি পুলিশ।”