উত্ত্যক্তকারীকে আটক করায় বাড়িঘরে হামলা

লালমনিরহাটের আদিতমারীতে এক নববধূর উত্ত্যক্তকারীকে আটকের জের ধরে বসত বাড়িতে হামলায় চার জন আহত হয়েছেন।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2014, 04:28 AM
Updated : 15 Sept 2014, 04:28 AM

পরে চান মিয়া (৪০) নামে ওই উত্ত্যক্তকারীকে পুলিশে দেয় স্থানীয়রা। তার বাড়ি কমলাবাড়ি ইউনিয়নের হাজীগঞ্জ এলাকা।

আদিতমারী থানার এসআই আব্দুল হাই জানান, রোববার রাত সাড়ে ১১টার দিকে হাজীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত নববধূ শরিফা বেগম (২২) ও তার দেবর শামছুল আলমসহ চার জনকে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শরিফার স্বামীর নাম কামাল মিয়া।

এসআই জানান, প্রায় এক মাস ধরে চান মিয়া শরিফাকে মোবাইল ফোনে উত্ত্যক্ত করে আসছিল। রোববার রাতে একা থাকায় শরিফার ঘরে ঢোকার চেষ্টা করে চান। এ সময় শরিফার চিৎকারে বাড়ির লোকজন তাকে আটক করে।

আটকের খবর পেয়ে চানের লোকজন শরিফার বাড়িতে হামলা চালিয়ে বসতবাড়ি ভাঙচুর করে এবং তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় শরিফা ও তার দেবর শামছুলসহ চার জন আহত হন। পরে প্রতিবেশীরা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

এসআই হাই জানান, খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায় এবং চানকে আটক করে থানায় নিয়ে আসে।