শিক্ষানবিশ চিকিৎসক ভাতা দ্বিগুণ করার প্রতিশ্রুতি

শিক্ষানবিশ চিকিৎকদের ভাতা দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2014, 04:06 PM
Updated : 14 Sept 2014, 04:06 PM

রোববার দুপুরে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) অডিটরিয়ামে এক মতবিনিময় সভায় তিনি বলেন,‍ “শিক্ষানবিশ চিকিৎকদের ভাতা ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হবে। তবে চিকিৎসার ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না।”

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, উপজেলা পর্যায়ে যারা দুই বছর কাজ করবে তাদের পরবর্তীতে উচ্চ প্রশিক্ষণ ও জেলা পর্যায়ে পদায়ন করা হবে।

সরকার সেবা দিয়ে মানুষের মন জয় করতে চায় উল্লেখ করে মো. নাসিম বলেন, বঙ্গবন্ধু থানা হেলথ কমপ্লেক্স স্থাপন করেছিলেন, আর তার কন্যা শেখ হাসিনা ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেছেন। 

দিমেক হাসপাতালে আইসিইউ পূর্ণাঙ্গভাবে চালুর ঘোষণাও দেন তিনি।

দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কামরুল আহসানের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন হুইপ ইকবালুর রহিম, গাইবাইন্ধা আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল ইসলাম, রংপুর বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. নুরুজ্জামান, বিএমএ-এর মহাসচিব ডা. ইকবাল আরসালান প্রমুখ।

এর আগে মন্ত্রী দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন।