বন্যায় ঘরহারাদের ঘর দেবে সরকার

সাম্প্রতিক বন্যায় যারা আশ্রয় হারিয়েছেন, তাদের ঘর তৈরি করতে সহায়তা দেবে সরকার।

সংসদ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2014, 12:53 PM
Updated : 14 Sept 2014, 01:01 PM

রোববার সংসদে এক প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া একথা জানান।

বন্যা নিয়ে একজন সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নের জবাব দিচ্ছিলেন মায়া। ওই সময় প্রধানমন্ত্রী মায়াকে বন্যার্তদের ঘর তৈরির বিষয়ে নির্দেশনা দেন।

মায়া বলেন, “বন্যায় যাদের ঘর ভেঙেছে, তাদের ঘর তৈরিতে সাহায্য দিতে এইমাত্র প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিলেন।”

এবার মৌসুমী বন্যায় ২০টি জেলার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। কী পরিমাণ ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, তার কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি। তবে প্রায় পৌনে ২ লাখ হেক্টর জমির ফসল নষ্ট হওয়ার তথ্য পাওয়া গেছে।

বন্যাদুর্গত এলাকায় সরকারের ত্রাণ কার্যক্রম চললেও এক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্যদের কাছ থেকে সাড়া না মেলার অভিযোগ করেন মন্ত্রী।  

“সাংসদরা তাদের এলাকায় কী পরিমাণ ত্রাণ লাগবে তার তালিকা দেননি, ডিসিরাও তালিকা দেন না। কিন্তু দেখা হলে এমপিরা বলেন, চাল লাগবে।”

বর্তমানে তিন লাখ মেট্রিক টন খাদ্যশস্যের মজুদ রয়েছে জানিয়ে তা যথেষ্ট বলে জানান মন্ত্রী।