মাহবুব উল্লাহর ওপর হামলাকারীদের শাস্তি দাবি আইনজীবীদের

সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে অধ্যাপক মাহবুব উল্লাহর ওপর হামলার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।

সুপ্রিম কোর্ট প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2014, 12:31 PM
Updated : 14 Sept 2014, 12:31 PM

রোববার সমিতির এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় শিক্ষকের ওপর হামলার এই ঘটনার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। অবিলম্বে এই ঘটনায় দায়ীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

একদিন আগে সুপ্রিম কোর্টের একটি অনুষ্ঠানে বক্তব্য দিয়ে বেরিয়ে পাশের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে খালেদা জিয়ার সমাবেশে যাওয়ার পথে কয়েকজন যুবক অধ্যাপক মাহবুব উল্লাহর ওপর হামলা চালায়।

ওই হামলার ঘটনায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান আইনজীবী নেতা খন্দকার মাহবুব।

তিনি বলেন, “এ ধরনের সন্ত্রাসীমূলক ঘটনা প্রায়ই পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সামনে ঘটেছে এবং পুলিশ ও নিরাপত্তা বাহিনী নীরব ভূমিকা পালন করছে, যা অত্যন্ত প্রশ্নবোধক।”

সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকনও উপস্থিত ছিলেন।