চবি শিক্ষকদের উপর হামলার প্রতিবাদ রাবিতে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বাসে হামলার প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2014, 12:26 PM
Updated : 14 Sept 2014, 12:26 PM

রোববার উপলক্ষে ক্যাম্পাসে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যেগে শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়।

সকাল ১১টার দিকে রবীদ্র কলাভবনের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে এসে সমাবেশে মিলত হয়।

সমাবেশে বক্তরা বলেন, সাম্প্রতিক সময়ে সহিংসতা সৃষ্টিকারী ইমলামী ছাত্র শিবির গোষ্ঠী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর হামলা চালিয়ে নিকৃষ্টতার পরিচয় দিয়েছে।

শিক্ষককরা হলেন জাতির বিবেক, আর তাদেরকেই পরিকল্পিতভাবে হামলা চালিয়ে শিক্ষাকে পঙ্গু করতে চায় তারা।

একাত্তরের ওই পরাজিত শক্তি একের পর এক সহিংসতা করে স্বাধীনতার অর্জনকে ধ্বংস করার পাঁয়তারা করছে বলে বক্তারা অভিযোগ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক তানভীর আহমদ ও সহযোগী অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস প্রমুখ।

এছাড়া উপস্থিতি ছিলেন সহযোগী অধ্যাপক মশিহুর রহমান, ড. প্রদীপ কুমার পান্ডে, ড. মুসতাক আহমেদ, শাতিল সিরাজ, সহকারী অধ্যাপক মাহাবুবুর রহমান, ড. মোজাম্মেল হোসেন বকুল, এবিএম সাইফুল ইসলাম, আমেন খাতুন, মাহাবুর রহমান প্রমুখ।

চট্টগ্রামের হাটহাজারী সড়কের ছাড়ারকূল এলাকায় হল খুলে দেওয়ার দাবি তুলে বুধবার সকালে ‘সাধারণ ছাত্রছাত্রী’র ব্যানারে শিবিরকর্মীরা বিশ্ববিদ্যালয়গামী শিক্ষক বাসে হাতবোমা নিক্ষেপ করে। এতে শিক্ষকসহ ১৪ জন আহত হন।