তিতুমীর ছাত্রলীগের দ্বন্দ্বে সড়কে গাড়ি ভাংচুর

কমিটি গঠনকে কেন্দ্র করে রাজধানীর তিতুমীর কলেজ ছাত্রলীগের ক্ষুব্ধ একদল কর্মী সড়কে প্রায় অর্ধশত গাড়ি ভাংচুর করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Sept 2014, 12:50 PM
Updated : 8 Sept 2014, 12:50 PM

সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ভাংচুর শুরু হওয়ার পর থেকে মহাখালী-গুলশান সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পৌনে ৮টার দিকে পুলিশের তৎপরতায় গাড়ি চলাচল পুনরায় শুরু হয়।  

ছাত্ররা জানায়, সোমবার কলেজ ছাত্রলীগের কমিটি গঠন হয়। এতে স্থান না পাওয়াদের নেতৃত্বে সন্ধ্যা ৬টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের হয়।

নতুন কমিটি প্রত্যাখ্যানের স্লোগান দিয়ে ওই মিছিলটি কলেজের ফটক থেকে বেরিয়েই সড়ক গাড়ি ভাংচুর শুরু করে। বাস, প্রাইভেটকার, সিএনজি অটোরিকশা, পিকআপভ্যান কিছুই এই ভাংচুর থেকে বাদ যায়নি।

প্রায় আধা ঘণ্টা ধরে দফায় দফায় এই ভাংচুর চললেও তখন পুলিশের কোনো তৎপরতা দেখা যায়নি।

গুলশান থানায় যোগাযোগ করা হলে পরিদর্শক (তদন্ত) ফিরোজ হোসেন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভাংচুর হচ্ছে শুনেছি। তবে কেন হচ্ছে, তা জানি না।”

নিজেকে ছাত্রলীগের নেতা পরিচয় দিয়ে মাহফুজ নামে এক শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন প্রতীক্ষার পর নতুন কমিটি গঠিত হয়। এতে ছাত্রলীগ নেতা ডলারকে সভাপতি ও মানিককে সাধারণ সম্পাদক করা হয়।

“কিন্তু কলেজে তাদের কোনো অবস্থান না থাকায় সাধারণ শিক্ষার্থীরা ভাংচুর চালিয়েছে,” বলেন তিনি।

মাহফুজ বলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি তাদের সিদ্ধান্ত না বদলানো পর্যন্ত সড়কে কোনো যান চলাচল করতে দেয়া হবে না।

আধা ঘণ্টা ধরে ভাংচুরের পর ওই সড়ক খালি হয়ে যায়। আশপাশের দোকানপাটও বন্ধ হয়ে যায় ভাংচুর শুরুর পরপরই।

তবে ছাত্রলীগের ওই কর্মীরা সড়কে অবস্থান নিয়ে ‘অবৈধ কমিটি মানি না, মানব না’ স্লোগান দিচ্ছিল, সড়কে টায়ারও জ্বালায় তারা।

পরে পুলিশ গিয়ে সড়ক থেক বিক্ষুব্ধ কর্মীদের হটিয়ে দেয়।  

</div>  </p>