বিমানবন্দরে ব্যাগের হাতলে ‘সোনার টুকরা’

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাতশ গ্রাম ওজনের সোনাসহ মালয়েশিয়া ফেরত এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর শুল্ক বিভাগ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2014, 05:03 AM
Updated : 3 Sept 2014, 05:03 AM
শুল্ক বিভাগের সহকারী কমিশনার সম্প্রীতি প্রামাণিক জানান, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ওই যাত্রীর ব্যাগ স্ক্যানিং করার সময় নয় টুকরো সোনা ও একটি গলার চেইন উদ্ধার হয়।

আটক ব্যক্তির নাম শাহ আলম (৩৫)। তিনি রাজধানীর গেন্ডারিয়ায় থাকেন।

মালয়েশিয়ার কুয়ালামপুর থেকে ঢাকায় নেমেছিলেন শাহ আলম।  

শুল্ক বিভাগের ওই কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোনার বার থেকে কেটে  টুকরাগুলো করা হয়েছে। ট্রলি ব্যাগের হাতল, যেটি দিয়ে ব্যাগ টেনে নেয়া হয় সেখানে এ সোনার টুকরোগুলো লুকানো ছিল।”

উদ্ধারকৃত সোনার বর্তমান বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।