নতুন হুইপ হলেন গিনি

দশম জাতীয় সংসদের হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন গাইবান্ধা-২ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2014, 04:43 AM
Updated : 4 Sept 2014, 05:19 AM

এ নিয়ে বর্তমান সংসদের হুইপের সংখ্যা দাঁড়ালো সাতজনে।

মঙ্গলবার রাতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গিনির নিয়োগ অনুমোদন করেন বলে  হুইপ আতিউর রহমান আতিক জানিয়েছেন।

মাহাবুব আরা বেগম গিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“আমাকে জয়েনিংয়ের জন্য ফোন করা হয়েছে।”

ইতোমধ্যে গিনির হুইপ হিসেবে নিয়োগ সংক্রান্ত গেজেট প্রকাশ হয়েছে বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে।

এর আগে গত ২৪ জানুয়ারি পটুয়াখালী-২ আসনের সাংসদ আ স ম ফিরোজকে প্রধান হুইপ এবং শেরপুরের সাংসদ আতিউর রহমান আতিক, দিনাজপুরের ইকবালুর রহিম, মৌলভীবাজারের মোহাম্মদ শাহাব উদ্দিন, চুয়াডাঙ্গার সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন) ও নওগাঁর শহীদুজ্জামান সরকারকে হুইপ হিসেবে নিয়োগ দেয়া হয়।

গত নবম সংসদে আওয়ামী লীগের হয়ে প্রথম সংসদে আসেন মাহাবুব আরা বেগম গিনি।  ওই সংসদে যুব ও  ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি এবং গ্রন্থাগার কমিটির সদস্য ছিলেন তিনি।

১৯৬১ সালে গাইবান্ধায় জন্ম নেয়া গিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে বিএসএস ও এমএসএস অর্জন করেন।

এক ছেলে ও এক মেয়ের জননী গিনি ছাত্রজীবনে ক্রীড়াবিদ ছিলেন।