হবিগঞ্জ সীমান্তে পতাকা বৈঠক

হবিগঞ্জ সীমান্ত এলাকায় বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2014, 04:05 PM
Updated : 2 Sept 2014, 04:05 PM
মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের আসামপাড়া সীমান্তের ১নং সাব পিলারের দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানান বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাউসার।

তিনি জানান, বৈঠকে কাঁটা তারের বেড়া অতিক্রম, বিভিন্ন মাদকদ্রব্য চোরাচালন ছাড়াও সীমান্ত এলাকায় ভারতের অপদখলীয় ২৯ একর ভূমি ফেরতের বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের বিজিবির ১৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাউসার, ৪৬ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর জোবায়ের আহম্মেদ সিদ্দিকীসহ ১০ সদস্য ও  ১০ বিএসএফ অধিনায়ক এ কে বিদ্যার্থী, ডেপুটি কমান্ডার বীরেন্দ্র বাজপাইসহ নয় জনের প্রতিনিধি দল অংশগ্রহণ করে।