গণপরিবহন সংকটে চট্টগ্রাম চেম্বারের উদ্বেগ

চট্টগ্রাম মহানগরীতে গণপরিবহন সংকট চরম আকার ধারণ করায় উদ্বেগ প্রকাশ করে বিআরটিসির বাস ও ট্রিপ সংখ্যা বাড়ানোর আহ্বান জানিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2014, 03:47 PM
Updated : 2 Sept 2014, 03:47 PM
মঙ্গলবার চট্টগ্রাম চেম্বারের সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি মাহবুবুল আলম বলেন, “গণপরিবহন সংকট তীব্র আকার ধারণ করায় নিম্ন আয়ের চাকরিজীবী, শিক্ষার্থী, পোশাক কারখানার কর্মী ও ক্ষুদ্র ব্যবসায়ীসহ সর্বস্তরের নগরবাসী চরম দুর্ভোগে পড়েছে।”

এবিষয়ে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে মাহবুবুল আলম বলেন, “পরিবহন সংকটের সুযোগ কাজে লাগিয়ে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার চালকরা অযৌক্তিক ও লাগামহীন ভাড়া আদায় করছে।

গত মাসে উচ্চ আদালথের এক আদেশে ৩১ অগাস্ট থেকে বন্দরনগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করে দেয় পুলিশ।

ব্যাটারিচালিত রিকশা চালক-মালিক সংগঠনগুলোর দাবি নগরীতে এক লাখ ব্যাটারিচালিত রিকশা চলাচল করত। তা বন্ধের পর নগরীতে গণপরিবহনের সংকট প্রকট আকার ধারণ করে।

প্যাডেলচালিত রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা চালকরাও এ সুযোগে অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ উটেছে।