গান্ধী আশ্রমের সচিব ঝর্ণাধারা চৌধুরী অসুস্থ

ভারত সরকারের পদ্মশ্রী পুরস্কারে ভূষিত নোয়াখালীর গান্ধী আশ্রম ট্রাস্টের সচিব ঝর্ণাধারা চৌধুরী (৭৬) গুরুতর অসুস্থ হয়েছেন।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2014, 01:30 PM
Updated : 2 Sept 2014, 01:44 PM

আশ্রমের পরিচালক রাহা নব কুমার জানান, চির কুমারী ঝর্ণাধারা চৌধুরী মঙ্গলবার মধ্যরাতে অসুস্থ হয়ে পড়েন। ভোররাতে তাকে নোয়াখালী শহরের প্রাইম হসপিটালে ভর্তি করা হয়।

বিকাল ৪টায় সেখান থেকে ঢাকার স্কয়ার হাসপাতালে পাঠানো হয়।

প্রাইম হসপিটালের চিকিৎসকদের বরাত দিয়ে নব কুমার জানান, ঝর্ণাধারা চৌধুরী হৃদরোগসহ নানা সমস্যায় ভুগছেন।

খবর শুনে নোয়াখালীর জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনুপম বড়ুয়া, সোনাইমুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা খাতুনসহ বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তিগণ তাকে দেখতে হাসপাতালে যান।

নারী-শিশুসহ দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ প্রথম বাংলাদেশি হিসেবে ২০১৩ সালে ঝর্ণাধারা চৌধুরী ভারত সরকারের পুরস্কার পদ্মশ্রী লাভ করেন।