নারায়ণগঞ্জে নিখোঁজ ব্যবসায়ী আবদুল্লাহপুরে উদ্ধার

নারায়ণগঞ্জ শহর থেকে আট লাখ টাকাসহ নিখোঁজ এক ব্যবসায়ীকে দুদিন পর ঢাকার আব্দুল্লাহপুর থেকে উদ্ধার করা হয়েছে। তবে তার সঙ্গে থাকা টাকাগুলো পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2014, 12:36 PM
Updated : 2 Sept 2014, 12:36 PM

সোমবার রাতে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে এখন তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রোববার সকালে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়ক থেকে নিখোঁজ হন ব্যবসায়ী শহীদুল ইসলাম বকুল (৩৫)। তিনি রূপগঞ্জে রূপচাঁদা সয়াবিন তেলের কারখানায় ঠিকাদারি ও জমি কেনাবেচার ব্যবসা করেন।

তিনি নিখোঁজ হওয়ার পর তার ভাই এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

ডায়েরির বরাত দিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, রোববার সকালে বঙ্গবন্ধু সড়কের যমুনা ব্যাংক থেকে আট লাখ টাকা তুলে পূবালী ব্যাংক টানবাজার শাখায় যাওয়ার পথে নিখোঁজ হন বকুল। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।

ওসি জানান, সোমবার রাতে আবদুল্লাহপুর এলাকায় এক অটোরিকশা চালক অচেতন অবস্থায় ব্যবসায়ী বকুলকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

ধারণা করা হচ্ছে তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন। সঙ্গে থাকা আট লাখ টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে।

ওই ব্যবসায়ী সুস্থ হলে তার সঙ্গে কথা বলে দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করা হবে বলে জানান তিনি।