মাওয়ায় রো রো ফেরি বন্ধ, যানজট

মাওয়ায় পদ্মার ভাঙনে তিন নম্বর ফেরিঘাট বিলীন হওয়ায় রো রো ফেরি চলাচল বন্ধ রয়েছে। দুপাড়ে পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় পাঁচশ’ যান।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2014, 11:47 AM
Updated : 2 Sept 2014, 01:36 PM

মঙ্গলবার সকাল থেকে ডাম্প ফেরি (টানা ফেরি) রায়পুরা, রানীক্ষেত, থোবাল, টাপলু, লেন্টিং এবং  কে-টাইপ ফেরি করবী, কেতকী, কাকলী ও মিডিয়াম ফেরি ফরিদপুর যান পারপার করছে। তিনটি রো রো ফেরিসহ বন্ধ রয়েছে সাতটি ফেরি। তবে রাতে চলাচল করেছে শুধু কে-টাইপ তিনটি ফেরি।

সোমবার দুপুর দেড়টার দিকে মাওয়ায় সাত দোকানসহ লঞ্চঘাটের ৫০ ফুট এলাকা ও ৩ নম্বর রো রো ফেরিঘাটের একটি র‌্যামসহ একাংশ পদ্মায় তলিয়ে যায়। মাওয়া ৩ নম্বর ঘাটে গত ২৮ অগাস্ট রো রো ফেরির পন্টুন স্থানান্তর করা হয়। এর আগে ১৯ আগস্ট ভাঙনের কবলে পড়ে ঘাটটি বিলীন হয়েছিল।

বর্তমানে দুটি ঘাট দিয়ে কম ধারণ ক্ষমতার নয়টি ফেরি দিয়ে মাওয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিস সচল রাখা হয়েছে। তবে তীব্র স্রোতে ফেরিগুলো স্বাভাবিকভাবে চলতে পারছে না।

মাওয়া বিআইডব্লিউটিসির ম্যানেজার সিরাজুল হক বলেন, ভাঙনে ক্ষতিগ্রস্ত ঘাটটি অন্যত্র স্থানান্তরের জায়গা পাওয়া যাচ্ছে না। তবে আলোচনা চলছে মাওয়া পুরনো ঘাট বা পুরনো ৩ নম্বর ঘাটের কাছে স্থানান্তর করা যায় কি না।

দুপাড়ে অন্তত পাঁচশ যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি।