‘আহত ও গ্রেপ্তারদের পরিবারের দায়িত্ব নেব’

আন্দোলনে নেতাকর্মীরা গ্রেপ্তার কিংবা আহত হলে তাদের পরিবারের ভরণপোষণ ও চিকিৎসার ভার নেয়ার ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকার।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2014, 11:38 AM
Updated : 2 Sept 2014, 11:38 AM

মঙ্গলবার বিকালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর নগরীতে শ্রমিকদলের এক আলোচনা সভায় তিনি এ ঘোষণা দেন।

প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দি বলেন, সরকার পতন না হওয়া পর্যন্ত খালেদা জিয়ার নির্দেশে সবাইকে রাজপথে থাকতে হবে।

“আন্দোলনের সময় পুলিশের হামলায় কেউ আহত হলে তার চিকিৎসার ব্যয় এবং গ্রেপ্তার নেতাকর্মীদের পরিবারের দায়িত্ব নেব। তাদের  চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হবে।”

অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শ্রমিক দল নেতা নজরুল ইসলামের সভাপতিত্বে নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ আলোচনায় বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাবুল, শ্রমিক দল নেতা ফয়সাল আহম্মেদ সরকার, মো. লিটন খান, খলিলুর রহমান প্রমুখ।