ব্যবসায়ীকে ছুরি মেরে টাকা ছিনতাই

ফেনী শহরে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে সাড়ে তিন লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2014, 10:11 AM
Updated : 2 Sept 2014, 10:11 AM

ফেনী মডেল থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আজম জানান, মঙ্গলবার শহরের কলেজ রোড এলাকায় উত্তরা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

ছুরিকাহত মোহাম্মদ ইউসুফকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বড় বাজার এলাকার সুলতা চকের ইউসুপ স্টোরের স্বত্ত্বাধিকারী।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এসআই আজম বলেন, মোহাম্মদ ইউসুফ ইসলামী ব্যাংক কলেজ রোড শাখা থেকে তিন লাখ ৬০ হাজার টাকা তোলেন। ব্যাংক থেকে বেরিয়ে পার্শ্ববর্তী উত্তরা ব্যাংকের সামনে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার উপর হামলা চালায়।

এ সময় তারা ইউসুফের মাথায় পিস্তলের বাট দিয়ে আঘাত করে এবং তাকে ছুরি মেরে টাকা এবং দুটি মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয়। তার চিৎকারে স্থানীয়রা এসে মিলন নামে এক ছিনতাইকারীকে ধরলেও পরে সে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যবসায়ীকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে বলে জানান তিনি।

এ বিষয়ে ইসলামী ব্যাংক কলেজ রোড শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সানা উল্লাহ বলেন, “আমাদের ব্যাংক থেকে প্রতিদিনই গ্রাহকরা টাকা উত্তোলন করে নিয়ে যান। এই ঘটনাটি ব্যাংকের বাইরে ঘটেছে। এর সঙ্গে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই।”